বিশ্বনাথে ১০ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ১০ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান।
বিশ্বনাথে ১০ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে অসহায় ১০ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (২০২৪-২০২৫) আওতায় উপজেলা পরিষদের বাস্তবায়নে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪