‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ শুরু কাল থেকে

Ayas-ali-Advertise
‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ফরম সংগ্রহ শুরু ৬ মার্চ
‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ফরম সংগ্রহ শুরু ৬ মার্চ।
‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ফরম সংগ্রহ শুরু ৬ মার্চ
‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ফরম সংগ্রহ শুরু ৬ মার্চ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৫ মার্চ থেকে। বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এবং প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী হাফেজকে কুরআনের পূর্ণাঙ্গ হাফেজ, জন্মসূত্রে বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ও সর্বোচ্চ ২০ বছর বয়সের হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার ঠিকানা : বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিস, হাজী ইন্তাজ আলী মার্কেট (নিচতলা), পুরান বাজার, বিশ্বনাথ পৌরসভা। মোবাইল : ০১৭১৭-৯৩০৭৯৫ ও ০১৭৩১-৮৭৫৪১২।

পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী হাফেজ পাবেন নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ২৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা। এছাড়া, ফাইনালে অংশগ্রহণকারী প্রতিযোগীরা বিশেষ সম্মাননা পুরস্কার ও যাতায়াত খরচের সুবিধা পাবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪