বিশ্বনাথে ব্যারিস্টার আব্দুস শহীদের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
ব্যারিস্টার আব্দুস শহীদের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
ব্যারিস্টার আব্দুস শহীদের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যের গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে-এর প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের সওজ ডাকবাংলা এলাকায় প্রায় শতাধিক অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে-এর প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদ বলেন, সমাজের বৃত্তবান ও প্রবাসীদের উচিত অন্তত নিজ এলাকায় সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি সমাজ থেকে দরিদ্রতা দূর করতে দরিদ্র মানুষদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং এককালীন অনুদানের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক জায়েদ আলী, প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪