বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথে ‘৩য় বিএফসি প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র পর্দা নেমেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার কারিকোনা গ্রামের পূর্বের মাঠে দেশি-বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও গ্রামের ‘একতা স্পোর্টিং ক্লাব’ ১-০ গোলের ব্যবধানে জগন্নাথপুর উপজেলার জামালপুরের ‘জামালপুর রৌডর এফসি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন একতা স্পোটিং ক্লাবের স্থানীয় খেলোয়াড় অন্তর।
বিএফসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানার্স-আপ দল পেয়েছে নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও একটি ট্রফি।
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।
বিএফসি স্পোর্টিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ, জালালাবাদ সোসাইটি অব মিশিনগান ইউকের সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমদ মনির, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএফসি স্পোর্টিং ক্লাবের সদস্য, পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার।
আরোও পড়ুন:: বিশ্বনাথে প্রথম দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সমাপ্ত।