সিলেটের বিশ্বনাথ উপজেলার দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আলিয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম ও মুফাসসিরে কোরআন মাওলানা সারওয়ার হোসাইন ইয়াকুবী। প্রধান বক্তা ছিলেন অনলবর্ষী বক্তা মাওলানা এনামুল হক আজাদী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. সালেহ আহমদ, মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আমিনুল ইসলাম এবং শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ক্বারী মো. ইসলাম উদ্দিন।
ওয়াজ মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন পশ্চিম চাদ্দশীর কাপন মুরব্বী গোলাব খান, শরিষপুর গ্রামের মো. আব্দুল হান্নান, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির ও এডহক কমিটির সদস্য মো. ইন্তাজ আলী।
মাহফিলে হিফজ, কামিল ও তাফসির বিভাগ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনকে পাগড়ি প্রদান করা হয়। এর মধ্যে হিফজ বিভাগের ১০ জন, হাদিস বিভাগের ৪৬ জন ও তাফসির বিভাগের ২৭ জন শিক্ষার্থী পাগড়ি গ্রহণ করেন।