চাঁদাবাজির অভিযোগে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড

Ayas-ali-Advertise
চাঁদাবাজির অভিযোগে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড
চাঁদাবাজির অভিযোগে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড। ছবি ক্রেডিট: সিলেট ভিউ।
চাঁদাবাজির অভিযোগে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড
চাঁদাবাজির অভিযোগে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড। ছবি ক্রেডিট: সিলেট ভিউ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুইজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং নয়জন কনস্টেবল। তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের ক্লোজড করা হয়। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

স্থানীয়দের দাবি, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন চলাকালে পুলিশের কিছু সদস্য টিলার পাথরবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছিলেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে। এ ঘটনার দায়ে অভিযুক্তদের ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লোজড হওয়া ১৩ পুলিশ সদস্য হলেন—এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

এ প্রসঙ্গে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, “কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১৩ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের আপাতত অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪