বাংলাদেশের প্রবাসী নাগরিকদের পাওয়ার অব এটর্নি সংক্রান্ত দীর্ঘস্থায়ী জটিলতা অবশেষে সমাধান করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি আইন মন্ত্রণালয় গেজেট আকারে এ বিষয় একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই প্রকাশিত গেজেট প্রবাসীদের জন্য পাওয়ার অব এটর্নি প্রক্রিয়াকে সহজতর করেছে।
বিগত সরকারের সময়, প্রবাসী বাংলাদেশিদের পাওয়ার অব এটর্নি প্রদানের জন্য অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছিল। যেটি প্রবাসীদের জন্য মারাত্মক ভাবে দুর্ভোগের কারন ছিল। দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসীরা এই সমস্যার সমাধানের জন্য আন্দোলন করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পূর্ববর্তী সরকার।
এ বিষয় সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বিশেষভাবে ব্রিটেনে বসবাসরত আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করে এর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। ব্যারিস্টার নাজির আহমদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য ব্যবস্থা নেন সরকার সংশ্লিষ্টরা।
নতুন নির্দেশনা অনুসারে, প্রবাসীরা তাদের নাগরিকত্ব প্রমাণে যেকোনো একটি বাংলাদেশি ডকুমেন্ট উপস্থাপন করতে পারবেন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: বৈধ বাংলাদেশি পাসপোর্ট (ই-পাসপোর্ট/এমআরপি), মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট/এমআরপি, নো-ভিসা, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID), বাংলাদেশি জন্মসনদ, বাংলাদেশি শিক্ষাসনদ, অন্য কোনো সরকারি প্রমাণপত্র।
এছাড়া, প্রবাসীদের পাওয়ার অব এটর্নি প্রক্রিয়ার জন্য আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রয়েছে: বাংলাদেশ সরকার নির্ধারিত ফরম্যাটে স্বাক্ষরবিহীন পাওয়ার অব অ্যাটর্নি (POA) নথির দুটি সেট, দাতা ও গ্রহীতার দুটি করে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি (সাদা পটভূমিতে), পর্চার ফটোকপি, যুক্তরাজ্য/উত্তর আয়ারল্যান্ডের ঠিকানার প্রমাণপত্র, উত্তরাধিকার সনদ (যদি প্রযোজ্য হয়), পাওয়ার গ্রহিতার বাংলাদেশী NID (জাতীয় পরিচয়পত্র) কপি, প্রসেসিং ফি (অফেরতযোগ্য): £৪০.০০।
ব্যারিস্টার নাজির আহমদ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান চেয়ে আসছিলেন, কিন্তু পূর্ববর্তী সরকার তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যা প্রবাসীদের জন্য একটি বড় সাফল্য।” তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরোও পড়ুন:: যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১ ।