বিশ্বনাথে নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বিশ্বনাথে নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
বিশ্বনাথে নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বিশ্বনাথে নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও গীতিকার নাজমুল ইসলাম মকবুল রচনাসমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অলংকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দি ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে এবং অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।

হসপিটালের ট্রাস্টি ও ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলাম সা’দের সভাপতিত্বে, সংগঠক জাকির হোসেন ইমন ও মাওলানা ছাদিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ও হসপিটালের উপদেষ্টা ড. জহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, ‘মানবতার প্রেমে নিবেদিত বিশিষ্ট কবি, সাংবাদিক ও গীতিকার নাজমুল ইসলাম মকবুল তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন। সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করে গেছেন এবং লিখনির মাধ্যমে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ ইউনাইটেড ইউকের সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট রাশিদ আলী, সুনামগঞ্জ জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সমাজসেবী মাওলানা আব্দুল মতিন, হাফসা মজুমদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মাওলানা মনসুর আহমদ সেবুল, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, হযরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আজিজুর রহমান এবং অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফেরদাউর রহমান মিনহাজ। প্রয়াত নাজমুল ইসলাম মকবুলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর সহোদর, মাসিক অভিযাত্রিক সম্পাদক রফীকুল ইসলাম মুবীন। স্বাগত বক্তব্য দেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪