সিলেটের বিশ্বনাথে উপজেলায় অনুষ্ঠিত মেগা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘পুষ্প সৌরভ’ সমাজ কল্যাণ স্পোর্টি ক্লাব। ফাইনাল খেলায় তারা এফসি বার্সা আশুগঞ্জকে ১-০ গোলে পরাজিত করে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে.’ এর আয়োজনে ফাইনাল খেলা বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের পশ্চিম চান্দশির কাপন মোহামেডান মাঠে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আরকুম আলী ও মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ-সভাপতি রাজু মিয়া, সহ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবুল এবং টুর্নামেন্টের সমন্বয়ক লিটন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সদস্য নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ূম, ইয়াকুব আলী, সুহেল মিয়া, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, গরীব অসহায় কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম এবং বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হেলাল মিয়া।
এ সময় বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে এবং স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।