দ্বিতীয়বার ক্ষমতায় এসেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন যদি ইউক্রেন বিষয়ে আলোচনায় রাজি না হন। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এ ঘোষণা দেন। বুধবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ট্রাম্প বলেছেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাজি না হন। তবে তার প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে। ইউরোপীয় ইউনিয়নকেও এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
শপথ গ্রহণের পর ট্রাম্প বলেন, “পুতিনের একটি চুক্তি করা উচিত। আমি মনে করি। তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।”
আরোও পড়ুন:: সিটি মিনিস্টার পদ ছাড়লেন টিউলিপ সিদ্দিক।