সিলেটে হাসপাতালে দুদকের অভিযান, জার্মানির নকল মোড়কে চায়না মেশিন

Ayas-ali-Advertise
সিলেটে হাসপাতালে দুদকের অভিযান, জার্মানির নকল মোড়কে চায়না মেশিন
সিলেটে হাসপাতালে দুদকের অভিযান, জার্মানির নকল মোড়কে চায়না মেশিন।
সিলেটে হাসপাতালে দুদকের অভিযান, জার্মানির নকল মোড়কে চায়না মেশিন
সিলেটে হাসপাতালে দুদকের অভিযান, জার্মানির নকল মোড়কে চায়না মেশিন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে চমকপ্রদ একটি প্রতারণার ঘটনা উদঘাটিত হয়েছে। চায়নার একটি কোম্পানির তৈরি অ্যানেস্থেসিয়া মেশিনকে জার্মানির তৈরি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল, এবং মেশিনের গায়ে জার্মানির ‘হায়ার’ কোম্পানির নকল স্টিকার লাগানো ছিল। এই প্রতারণার মাধ্যমে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়া হয়েছে, যা অবাক করা হলেও দেশের বিভিন্ন হাসপাতালে ব্যাপকভাবে ঘটছে।

সোমবার সকালে সিলেট মহানগরীর খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুদক অভিযান চালিয়ে এই প্রতারণার ঘটনা উদঘাটন করে। অভিযানে দেখা যায়, চীনের তৈরি ভ্যাপোরাইজার মেশিনের গায়ে জার্মানির ‘হায়ার’ কোম্পানির নকল স্টিকার লাগানো ছিল। এই মেশিনটি জার্মানির তৈরি হিসেবে পরিচিতি পেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল।

অজ্ঞান করার জন্য ব্যবহৃত অ‍্যানেসথেসিয়া এবং ভেন্টিলেটর মেশিনে আইসোফ্লুরেন ভ্যাপোরাইজার ব্যবহৃত হয়, যা দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হতো। প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থা ‘ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিং সেন্টার’ (নিমিউ অ্যান্ড টিসি) এর মাধ্যমে চায়নার তৈরি মেশিনের ওপর জার্মানির নামের স্টিকার লাগিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, চীন থেকে আনা ভ‍্যাপোরাইজারের বাজারমূল্য ৫৮ হাজার থেকে ৮০ হাজার টাকা, তবে এই মেশিনগুলো জার্মানির নামের স্টিকার লাগিয়ে ২ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাদিমপাড়া হাসপাতালে অভিযান চালানো হয় এবং চীনের মেশিনে জার্মানির স্টিকার লাগানোর প্রমাণ পাওয়া গেছে। এই বিষয়ে আরও তদন্তের জন্য কমিশনে রিপোর্ট পাঠানো হবে।

খাদিমপাড়া হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোছা. ফাতেমা ইয়াছমিন জানান, ‘নিমিউ এন্ড টিসি সরকারী প্রতিষ্ঠান হওয়ায় তারা যেভাবে সরবরাহ করে, আমরা সেভাবেই গ্রহণ করি।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪