বিশ্বনাথে বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল পরিদর্শন করেছেন প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর ট্রাস্টিরা। সম্প্রতি দ্বিতীয়বারের মতো স্কুলটি পরিদর্শন করেন ট্রাস্টি আতিকুর রহমান বুলবুল। পরিদর্শনকালে স্কুল প্রাঙ্গণে অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় শিক্ষার্থীরা।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহীদ আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ফরিদ আহমদ। তিনি বলেন, “বিশ্বনাথে শিক্ষার অগ্রগতিতে প্রবাসী এডুকেশন ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, অর্থাভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।” তিনি স্কুলের শিক্ষা উপকরণের অভাব দূরীকরণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
স্কুলের সহকারী শিক্ষক মুনসুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেছার আলী লিলু। তিনি তার বক্তেব্য স্কুলে একটি কম্পিউটার প্রদান এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করার ঘোষণা দেন। বক্তব্য রাখেন আতিকুর রহমান বুলবুল। তিনি তার বক্তেব্য স্কুলের উন্নয়নের জন্য নগদ দশ হাজার টাকা অনুদান ঘোষনা এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ। আরও বক্তব্য রাখেন, বাবুল আহমেদ এবং আব্দুল বারী।
সভায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ও সমাজ সেবক সুহেল আহমদ, ফরিদ আহমদ, সেবুল মিয়া, মখতার আলী, স্বপন কুমার, রুশন আলী, সৈয়দ আশরাফ হোসেন, মুজিবুর রহমান আকুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অথিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে, প্রথমবার স্কুলটি পরিদর্শন করেন প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর সহ-সভাপতি এবং উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বীর আলী, ট্রাস্টি নেছার আলী লিলু, জনাব মাসুক মিয়া, এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনাব আব্দুল বারী।
আরোও পড়ুন:: বিশ্বনাথে বি.এফ.সি স্পেটিং ক্লাবের নতুন কমিটি গঠন।