ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল রানা, বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রুনা লায়লা।
আরোও পড়ুন:: বিশ্বনাথের খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের ট্রফি উন্মোচন