সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে তেলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত পৌর শহরের প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
চার ঘণ্টাব্যাপী এই মাহফিলে ইসলামী সংগীতের সুর, কথা ও সুরের মূর্ছনায় যেন এক সাংগীতিক প্রার্থনার আবেশে ডুবে ছিলেন শ্রোতারা।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার কবি মুজাহিদ বুলবুল আহমদ আব্দুল্লাহ, জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ, কলরবের শিল্পী আরাফাত হোসেন, উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম, সবুজ কুঁড়ির শিল্পী ইমরান আহমদ এবং সিলেটের জায়ান ইসলামী শিল্পীগোষ্ঠীর সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ আল শাহিদ ও সবুজ আহমদ।
তিলাওয়াত পরিবেশন করেন ক্বারী আহমদ মারজান এবং আলোকিত সুরের ক্বেরাত বিভাগ পরিচালক ক্বারী হাফিজ শাহ সাইদুর রহমান।
আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের সভাপতি এম. কাওছার আহমদ, নির্বাহী পরিচালক মাওলানা জাকওয়ান আহমদ ও সহপরিচালক সেবুল মিয়ার পৃথক সভাপতিত্বে খ্যাতিমান উপস্থাপক কবি মীম সুফিয়ান ও ফোরামের উপপরিচালক এম. মুখতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মিসবাহ উদ্দিন, ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না, শেখ তাহের আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, গরীব অসহায় কল্যাণ ফান্ড রামধানার চেয়ারম্যান আব্দুল কালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জামিয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা জিয়াউল হক, ইনকিলাব সংসদ বিশ্বনাথের সভাপতি মোছন আলী।
মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি করে। সুর ও আলোর মেলবন্ধনে অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি করে।
আরোও পড়ৃুন:: বিশ্বনাথে তৃতীয় ডেফোডিল মেধাবৃত্তি, ৬০ শিক্ষার্থী পেলো সম্মাননা