সিলেটের বিশ্বনাথে পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাংচুর ও লুটের ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন করা ২২ জন নেতাকর্মীর মধ্যে ৬ জনের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, বাকী ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করে তাদের জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মী সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত (দ্রুতবিচার) এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করে এবং বাকী ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- মুফতিরগাঁও গ্রামের যুবলীগ নেতা রাজন আহমদ অপু, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, ফারাবী ইমন ইসলাম, মাসুদ আহমদ রিপন এবং কয়েছ আহমদ।
মামলার আইনজীবী ফাহেমা-আল জহুরা জানান, ২২ জন আসামী রবিবার আদালতে আত্মসমর্পণ করেন এবং ১৬ জনের জামিন মঞ্জুর হয়ে মুক্তি পেয়েছেন বাদিদের কারাগারে পাঠিছেন আদালত।
জামিন লাভকারীরা হলেন- রাজন মিয়া, নাসির মিয়া, কামরান আহমদ, ইসলাম আহমদ, আবুল মিয়া, জাকির মিয়া, আফিজ আলী, জমির আলী, নাহিদ আহমদ, আব্দুল বাতিন, রেজা মিয়া, হেলাল আহমদ, রাসেল আলী, হাবিবুর রহমান হাবিব, মিল্টন বর্ধন এবং ইমরান আহমদ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি ভাংচুর ও লুটের ঘটনায় মামলার বাদী আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান ঘটনার ১৪ দিন পর এ মামলা দায়ের করেন। যার নং ১০ (তাং ১৮.০৮.২০২৪)। মামলায় ৮৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং এছাড়া ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়।
আরোও পড়ুন:: বিশ্বনাথের আল-হেরা শপিং সিটিতে হামলা-ভাঙচুর : ৮৩ জনের বিরুদ্ধে মামলা ।