শীতার্ত মানুষের পাশে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা জরুরি : বিশ্বনাথে আব্দুল হান্নান

Ayas-ali-Advertise
শীতার্ত মানুষের পাশে
অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও অথিতিবুন্দ।
শীতার্ত মানুষের পাশে
অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও অথিতিবুন্দ।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, “বাংলাদেশে প্রচণ্ড শীতের কারণে অসংখ্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের সাহায্যে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা কেউই দায়িত্ব এড়াতে পারি না।”

তিনি আরও বলেন, “যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। জামায়াতে ইসলামী বরাবরই অসহায় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি উদাত্ত আহ্বান জানাই, সমাজের বিত্তবানরা যেন শীতার্ত মানুষের সাহায্যে তাদের মানবিকতার হাত প্রসারিত করেন।”

তিনি বুধবার খাজাঞ্চী রেলস্টেশন বাজার ও রাজাগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী খাজাঞ্চী ইউনিয়ন শাখা আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা মজলিসে শুরার সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে। সকলের অংশগ্রহণে সমাজের অসহায় মানুষরা উপকৃত হবে।”

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদের সঞ্চালনা আরও বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া, এবং বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা কামাল হোসাইন, আবুল কালাম, মাষ্টার ওয়াইছ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল ওয়াহিদ, আল আমিন, খালেদ আহমেদ, তাজ উদ্দিন এবং জাহেদুর রহমান।

আলোচনা শেষে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও অথিতিবুন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪