সিলেটের বিশ্বনাথ উপজেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্রগুলি অসহায় মানুষের মাঝে প্রদান করেন উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
অনুষ্ঠানে ইউএনও-এর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ ইউনিয়নের দন্ডপানিপুর আশ্রয়ন প্রকল্পের ১১টি পরিবারের মধ্যে প্রথমে কম্বল বিতরণ করা হয়, পরবর্তীতে পৌর এলাকার বিভিন্ন জায়গায় শীতার্ত, গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।