সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আহমেদ (২৬)। সে উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে প্যাঁচানো ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং কাগজে মোড়ানো ২শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং ১০, তারিখ-২২.১২.২০২৪।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে চ্যালেঞ্জ করলে সে স্বীকার করে এবং নিজের জ্যাকেটের পকেট থেকে ইয়াবা ও গাঁজা বের করে দেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সোমবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরোও পড়ুন: বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন