বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন
বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন।
বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন
বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল’ন সম্প’ন্ন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও হত্যার রাজনীতি বেড়েছে। এ দেশের জনগণ তাদের বিচার দেখতে চায়।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইসলামী অর্থনীতি ও শ্রম নীতি বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের দাওয়াত শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি সুশাসন ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক নেতৃত্বকে সমর্থন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আরাফাত আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও পৌর জামায়াতে ইসলামীর আমির এইচএম আখতার ফারুক।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল গফ্ফার এবং স্বাগত বক্তব্য দেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু। সম্মেলনে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪