জুরিবোর্ডের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন

Ayas-ali-Advertise
জুরিবোর্ডের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন
জুরিবোর্ডের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন।
জুরিবোর্ডের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন
জুরিবোর্ডের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন।
Facebook
Twitter
WhatsApp

নতুন বছরের শুরুতেই বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। যেখানে ৭৫টি দেশের প্রায় ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের উৎসবে জুরিবোর্ডের দায়িত্ব পালন করবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উৎসবটি ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ দিনব্যাপী চলবে।

জানা গেছে, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমে বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর সময়ের অভাবে আর অংশ নিতে পারিনি। এবার আবার দায়িত্ব নিয়েছি এবং চেষ্টা করব এটি সঠিকভাবে পালন করার।’

এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে আরও জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের পরিচালক ও চিত্রনাট্যকার ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করবেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এই উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের এবং আনন্দের।’

এই বিভাগে আরও আছেন লন্ডনপ্রবাসী অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪