আসছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই’-এর অপেক্ষিত সিক্যুয়েল

Ayas-ali-Advertise
আসছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই’-এর অপেক্ষিত সিক্যুয়েল
ছবি : সংগৃহীত।
আসছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই’-এর অপেক্ষিত সিক্যুয়েল
ছবি : সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

হিন্দি ছবির অন্যতম দুই জনপ্রিয় এবং আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-এর অপেক্ষিত সিক্যুয়েল আসছে। সদ্য ‘টুয়েলভ ফেল’ ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া এই সুখবর দিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমস।

সম্প্রতি বিধু বিনোদ চোপড়া তার একটি ডকুমেন্টারি ছবির প্রচারে এসে এই দুই ছবির সিক্যুয়েল নিয়ে কথা বলেন। তিনি জানান, “আমি ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল এবং ‘মুন্নাভাই থ্রি’, দুটো ছবিই লিখছি। এছাড়া আমি চেষ্টা করছি যাতে বাচ্চাদের জন্য একটা ছবি বানানো যায়। যদিও এখনও সেই ছবির নাম ঠিক করা হয়নি। আমি একটি হরর কমেডিও লিখছি, যা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।”

বিনোদ আরও বলেন, “প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, তারপর সেটা থেকে ছবি বানানো হবে। আশা করি ‘থ্রি ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই থ্রি’ শীঘ্রই আসবে।”

নতুন সিক্যুয়েলের এই খবর দর্শকদের কাছে দারুণ একটি খবর। বহুদিনের জল্পনা-কল্পনা চলার পর এখন স্বয়ং পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪