দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমসিডির সব জোনের সরকারি স্কুলগুলোকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে স্কুলগুলোকে।
দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) পরিচালিত ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা আলোচনা করা হয়। বৈঠকের ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি) সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এমসিডি জানায়, স্কুলগুলোকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে। সন্দেহভাজন ছাত্রদের পরিচয়পত্র যাচাই করা হবে এবং তাদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে। পরবর্তীতে প্রশাসন ওই ছাত্রদের পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
এছাড়া, এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমসিডি জানিয়েছে, প্রতি শুক্রবার তাদের কার্যক্রমের রিপোর্ট ডেপুটি কমিশনারের কাছে জমা দিতে হবে এবং স্কুল প্রধানদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এখানে কোনো বড় পরিবর্তন হয়নি, তবে কিছু ছোটখাটো ভাষাগত সামঞ্জস্য করা হয়েছে যাতে এটি আরও প্রাসঙ্গিক ও বোধগম্য হয়।