ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বনাথে দরিদ্র ও অসহায় শিশুদের ফ্রি খৎনা প্রদান

Ayas-ali-Advertise
ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বনাথে দরিদ্র ও অসহায় শিশুদের ফ্রি খৎনা
প্রধান অতিথির বক্তব‌্য রাখছেন সংবিধান বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।
ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বনাথে দরিদ্র ও অসহায় শিশুদের ফ্রি খৎনা
প্রধান অতিথির বক্তব‌্য রাখছেন সংবিধান বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য ফ্রি খৎনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “যুক্তরাজ্যে বিশ্বনাথের যেসব আলোকিত সন্তান বাংলাদেশে গৌরব বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে ব্যারিস্টার নাজির আহমদ অন্যতম। তার মতো যদি আরও প্রবাসী সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তবে তা সমাজের উন্নতির পথ প্রশস্ত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন আইনজীবী জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু এবং প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।

এ সময়, ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে দরিদ্র ও অসহায় শিশুদের ফ্রি খৎনা প্রদান করা হয়। প্রত্যেক শিশুকে পাঞ্জাবি, লুঙ্গি, টুপি এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪