স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল, চিকিৎসার পর ফিরলেন বাসায়

Ayas-ali-Advertise
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল।
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল।
Facebook
Twitter
WhatsApp

তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরিভিত্তিতে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসার পর সুস্থবোধ করায় দুপুর ২টার দিকে মির্জা ফখরুল বাসায় ফেরেন তিনি। বিষয়টি নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সিএমএইচে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং রিপোর্টগুলো ভালো আসে। চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়ে বাসায় বিশ্রামের পরামর্শ দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪