যুক্তরাজ্যের লুটন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আহমদের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
স্থানীয় দত্তপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন মিসলু।
উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যের লুটন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ ছাড়াও অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিলেট জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আবুল কাসেম অফিক, সাধারণ সম্পাদক মীম হুসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, দেওয়ান বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, বর্তমান সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কাওসার আহমদ, উলামা সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ, ইতালি প্রবাসী ইব্রাহিম আলী, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাওলানা শাহজাহান আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।