জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

Ayas-ali-Advertise
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।
Facebook
Twitter
WhatsApp

ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

অভিনেত্রী শমী কায়সাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

এর আগে, গত ৯ অক্টোবর সৈয়দ হাসান মাহমুদ নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। মামলায় শমী কায়সারের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ আরও ১৭ জনকে আসামি করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর, গত ৫ আগস্ট থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারের ধারাবাহিকতায় শমী কায়সারও গ্রেপ্তার হন।

ছাত্র আন্দোলনে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছিলেন শমী কায়সার। এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মোহাম্মদ রেজওয়ান কবির। তবে গ্রেপ্তারকৃত মামলাটি ছিল ছাত্র-জনতার বিক্ষোভে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট।

এছাড়া, গত ১৪ আগস্ট শমী কায়সার ই-কর্মাস সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪