সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রে’নে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়দের মতে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে লাশটির পরিচয় শনাক্তে সিআইডি টিম কাজ করছে। লাশের ময়নাতদন্ত করা হবে, এবং পরিবারের সন্ধান পাওয়া গেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।