যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়া অবস্থানে ট্রাম্প

Ayas-ali-Advertise
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়া অবস্থানে ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়া অবস্থানে ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Facebook
Twitter
WhatsApp

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই তিনি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন। তবে অবৈধ অভিবাসন নিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ক্যারিবীয় দেশ বাহামাস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের কার্যালয় ট্রাম্পের অভিবাসী প্রত্যর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, এ ধরনের প্রস্তাব বাস্তবায়নের জন্য বাহামাসের পর্যাপ্ত সম্পদ নেই।

যুক্তরাষ্ট্রে ২০২২ সালের তথ্য অনুযায়ী, প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী দেশটিতে বসবাস করছেন। অন্যদিকে, ক্যারিবীয় দেশ বাহামাসের জনসংখ্যা মাত্র চার লাখেরও কম। এ পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

সর্ম্পকিত খবর: ব্রিটেনে কঠোর অভিবাসন নীতি- দুশ্চিন্তায় বাংলাদেশিরা

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত বিধান বাতিল করার ঘোষণা দিয়েছেন। নতুন নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র বৈধ বাসিন্দা বা নাগরিকদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হবে।

ট্রাম্পের এ নীতি ইতোমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছে। সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসী পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪