লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এবার হোম সেক্রেটারি ইভেট কুপার জানিয়েছেন যারা ডিপোর্টেশন এড়াতে পাসপোর্ট ফেলে দেয় তাদের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন হোম অফিস দ্রুত অ্যাসাইলাম আবেদন নিষ্পত্তির জন্য একটি ফার্স্ট-ট্র্যাক সিস্টেম চালু করতে চায়।
এছাড়া সরকার আরও একটি নতুন স্কিমের পরিকল্পনা করছে যার আওতায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের আলবেনিয়ায় মাইগ্রেশন প্রসেসিং সম্পন্ন করা হবে। এ ডিলের অধীনে বছরে প্রায় ৩৬ হাজার অ্যাসাইলাম আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে অধিকাংশ অভিবাসী কথিত নিরাপদ দেশ থেকে আসেন। যদি তারা সফল হয় তবে ইতালিতে থাকার অনুমতি পাবেন আর ব্যর্থ হলে আলবেনিয়া থেকেই নিজ দেশে ফেরত পাঠানো হবে। সূত্র জানায় আলবেনিয়ার শিনজেন পোর্টে তাদের প্রসেসিং করা হবে।
সর্ম্পকিত খবর:: ভূমিধস জয়ের পর কবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প?
নিরাপদ দেশ থেকে আসা অভিবাসীদের অধিকাংশ অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যানের সম্ভাবনা রয়েছে। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসার প্রবণতা অব্যাহত আছে; চলতি বছরে প্রায় ৩২ হাজার মানুষ ছোট নৌকায় চ্যানেল পার হয়েছেন। সরকার অভিবাসন ক্রসিং কমাতে নাটকীয় পদক্ষেপ নিতে চায়। মিসেস কুপার জানান ইতালি-আলবেনিয়ায় নতুন সিস্টেম চালু হচ্ছে যা দ্রুত আবেদন নিষ্পত্তি করবে। যারা ব্যর্থ হবেন তাদের দেশে ফেরত পাঠানো হবে।