Search
Close this search box.

টাংগুয়ার হাওর নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা

টাংগুয়ার হাওর নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা
টাংগুয়ার হাওর নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা
Facebook
Twitter
WhatsApp

টাংগুয়ার হাওর সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হাওরে অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, পাহাড়ি ঢলের পানি যেন হাওরের এক ফসলি বোরো ধানের ক্ষতি করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্ম্পকিত খবর:: শাহপরাণে যুবদল কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ, ৬ জন আটক

তিনি আরও বলেন, টাংগুয়ার হাওরে পর্যটন কার্যক্রম চলবে। তবে হাওরে হাউজ বোট ও পর্যটকের সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি হাওরে প্লাস্টিক পণ্য ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করা হবে। হাওর রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪