বিএনপি মঙ্গলবার (২৬ নভেম্বর) দ্বি-কক্ষ সংসদ, উপ-প্রধানমন্ত্রী রাখাসহ সংবিধান সংস্কারের বিষয়ে তাদের দলীয় প্রস্তাবনা জাতীয় সংসদ সচিবালয়ের সংবিধান সংস্কার প্রধানের কার্যালয়ে জমা দিয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রস্তাবনা জমা দিয়ে, প্রায় এক ঘণ্টা বৈঠক করেন সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজের সঙ্গে।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, “আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক চরিত্র পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি।”
তিনি আরও বলেন, “জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের শহীদের রক্তের অঙ্গীকারের চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তাবনাগুলো দিয়েছি।”
সর্ম্পকিত খবর: বিস্ফোরক মা’ম’লা’য় তারেক রহমানসহ ৩২ জনের অব্যাহতি
সালাহউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় রাখার কথা উল্লেখ করা হয়েছে এবং পর পর ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এমন প্রস্তাব রয়েছে। এছাড়াও পার্লামেন্টে উচ্চ কক্ষের বিষয়টি প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রীর পদ তৈরির প্রস্তাব এবং বিচার বিভাগসহ অন্যান্য বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রের ভারসাম্য নিশ্চিত হয়।