Search
Close this search box.

গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদর্শ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Facebook
Twitter
WhatsApp

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়ালেখার বিকল্প নেই। তিনি বলেন, “আমি শহরের মানুষ নই, গ্রাম থেকে কষ্ট করে উঠে এসেছি।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “বড় হতে হলে জীবনে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। সততা এবং নিষ্ঠা থাকলে অনেক উপরে উঠতে পারবে।”

তিনি গত রোববার (১৭ নভেম্বর ২০২৪) বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা কলেজের ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ আরও ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেন, “এইচএসসি পাস করলেই পড়ালেখার শেষ ভেবে নিও না। কঠিন পরিশ্রমের মাধ্যমে আরও পড়ালেখা করতে হবে। দেশ এবং জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।”

সর্ম্পকিত খবর:: আদালতে মুখ খুললেন না মার্জিয়া, রিমান্ড শেষে মুনতাহা হত্যার আসামিরা কারাগারে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরী, সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দেব, নিশেন্দু পোদ্দার, প্রভাষক মোজাম্মেল হক মৃধা, অর্জুন দেব এবং আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত