Search
Close this search box.

সুনামগঞ্জে বৈ’ষ’ম্য বি’রো’ধী ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জে বৈ'ষ'ম্য বি'রো'ধী ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জে বৈ'ষ'ম্য বি'রো'ধী ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০। ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জে বৈ’ষ’ম্য বি’রো’ধী ছাত্র সমন্বয়ক কমিটি গঠনের প্রেক্ষিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমির রাজা মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিতি সভা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শিল্পকলা একাডেমিতে পরিচিতি সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কমিটিতে পদবঞ্চিত ছাত্রদের মধ্যে ১৫-২০ জনের একটি গ্রুপ সেখানে উপস্থিত হয়। এ সময় কমিটিতে স্থান পাওয়া ইমন গ্রুপ এবং স্থান না পাওয়া ইয়াকুব গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদ দোজা অভিযোগ করেন, “আজ আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। কিন্তু হঠাৎ কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালায়। এতে ইমন, সিয়াম, মুনা, জ্যোতি, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফসহ অনেকে আহত হয়েছেন।”

সর্ম্পকিত খবর: মারা গেলেন মুনতাহা খুনের জিম্মায় থাকা নানী

অন্যদিকে, প্রতিপক্ষের উসমান আলী জানান, “আমরা সাধারণ ছাত্র হিসেবে প্রোগ্রামে অংশগ্রহণ করি। আমাদের অভিযোগ কেন্দ্রীয় সমন্বয়কের কাছে জানাতে চেয়েছিলাম। কিন্তু একাডেমিতে পৌঁছাতেই আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মইনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহানসহ অনেকে আহত হন।”

ঘটনার সত‌্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বলেন, “বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে সমাধানের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত সমাধান হবে এবং অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত