Search
Close this search box.

মারা গেলেন মুনতাহা খুনের জিম্মায় থাকা নানী

মারা গেলেন মুনতাহা খুনের জিম্মায় থাকা নানী
মারা গেলেন মুনতাহা খুনের জিম্মায় থাকা নানী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের আলোচিত ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৯০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিশু মুনতাহার মৃত অবস্থায় উদ্ধারের পর কুতুবজানসহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে বয়স বিবেচনা করে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় তাকে দেওয়া হয়। জিম্মায় থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, কুতুবজানকে প্রথমে ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেন পুলিশ। তার চলাফেরা অক্ষমতা থাকায় দেখাশোনার দায়িত্বে পাঠানো হয় তার ভাইয়ের বাড়িতে। তাছাড়া যেখানে তিনি তার মেয়ে ও নাতনি মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে। বাদ আছর কুতুবজান বিবির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সর্ম্পকিত খবর: যে কারণে প্রাণ হারাল কানাইঘাটের মুনতাহা

উল্লেখ্য, গত রোববার ভোরে কানাইঘাটের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহার মরদেহ ডোবা থেকে তুলে পাশের পুকুরে ফেলার সময় ঘাতককে আটক করে স্থানীয়রা। এর আগে, গত ৩ নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এই ঘটনায় চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত