Search
Close this search box.

জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা

জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা
জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা
জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা
জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নিজাম উদ্দিন সিদ্দিকীকে পুনরায় বিশ্বনাথ উপজেলা আমীর এবং এইচ.এম. আখতার ফারুককে বিশ্বনাথ পৌর আমীর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সিলেট জেলা জামায়াতের কার্যালয়ে নব নির্বাচিত উপজেলা ও পৌরসভা সমূহের আমীরগনের শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, “একজন প্রকৃত ঈমানদার হিসেবে আমাদের কাছে দুনিয়ার সাময়িক সুযোগ-সুবিধা অগ্রাধিকার নয়; বরং আখেরাতে চূড়ান্ত সফলতা অর্জনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহর বিধানের সাথে আমাদের সম্পর্ক যত গভীর হবে, এ দেশে দ্বীন প্রতিষ্ঠার কাজ তত সহজ ও শক্তিশালী হয়ে উঠবে। ইসলামী আন্দোলনকে সফল করতে হলে প্রত্যেককে নিজের কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে এবং দ্বীনের বিজয়ের জন্য দাওয়াতি কাজকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

সর্ম্পকিত খবর: বিশ্বনাথে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে লুনার মতবিনিময়

জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েব আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাশুক আহমদ এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার আমীরগণ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪