বনানীতে আ’ট’ক সিলেটের শ’মসের মবিন চৌধুরী

Ayas-ali-Advertise
বানানীতে আ'ট'ক সিলেটের শ'মসের মবিন চৌধুরী
তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী
বানানীতে আ'ট'ক সিলেটের শ'মসের মবিন চৌধুরী
তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী
Facebook
Twitter
WhatsApp

তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৃণমূল বিএনপির নেতা সিলেটের শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শমসের মবিনের বনানীর বাসায় অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিন চৌধুরীকে ফেরত পাঠানো হয়। তিনি গণমাধ্যমকে জানান, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন মবিন।

আরও পড়ুন: বালাগঞ্জ প্রেসক্লাব’র সাথে পর্তুগাল বিএনপি নেতা শেখ মিনহাজ’র মতবিনিমিয়

প্রসঙ্গত, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সর্বশেষ, ৭ জানুয়ারি ২০২৩ সালে জাতীয় নির্বাচনের আগে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪