দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিকেলে ঘোষিত দলে কোনো নতুন মুখ নেই। ভারত সফরের দল থেকে পেসার খালেদ আহমেদকে বাদ দেওয়া হয়েছে । তবে অন্যতম আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন দলে।
পেস বোলিং আক্রমণে সীমিত বিকল্প নিয়ে নামছে বাংলাদেশ, যেখানে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা—এই তিনজন পেসার স্কোয়াডে অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে, স্পিন বিভাগে রাখা হয়েছে অতিরিক্ত গুরুত্ব। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, এবং তাইজুল ইসলামের সঙ্গে অফস্পিনার নাইম হাসানও রয়েছেন দলে।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহে বরখাস্ত, নতুন কোচ ফিল সিমন্স
বাংলাদেশের টেস্ট স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।