Search
Close this search box.

এবার মামলায় আসামি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী

এবার মামলায় আসামি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী
সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী
Facebook
Twitter
WhatsApp

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এবার সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের কুমারপাড়া এলাকায় সংঘটিত এই হামলার ঘটনায় মামলাটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা সাবুর আলী সাবু। মামলায় প্রধান আসামি করা হয়েছে ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজোয়ান আহমদকে। ২ অক্টোবর কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় আরও ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কারাগারে অসুস্থ এমএ মান্নান, সিলেট কারাগারে চলছে চিকিৎসা

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহিয়া চৌধুরী । সেই সময় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। ইয়াহিয়া চৌধুরী সাবেক সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত