বিশ্বনাথনিউজ২৪:: ব্রিটিশ চ্যারিটি সংস্থা, ডেফোডিল এসোসিয়েশন ইউকে, সিলেটের বিশ্বনাথে স্বনির্ভরতা প্রকল্পের আওতায় দুটি পরিবারকে চারটি করে ছাগল এবং একটি পরিবারকে একটি গরু প্রদান করেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে সংগঠনের সাবেক সভাপতি, প্রয়াত কামরুল ইসলাম রেজার মাগফিরাত কামনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে, কাদিপুর দারুল হিকমাহ এতিমখানা এবং আব্দুস সালাম নওধার এতিমখানায় ১০০ কেজি করে চাল বিতরণ করা হয়। গরু ও ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো অত্যন্ত খুশি হন।
প্রয়াত কামরুল রেজার পিতা আরশ আলী রেজা সভাপতিত্বে এবং ডেফোডিল এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিনের সঞ্চালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাস্টার ইমাদ উদ্দিন, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আব্দুল মান্নান রিপন, এবং সংগঠক ফখরুল রেজা ও ফারুক মিয়া।