Search
Close this search box.

সিলেটের নতুন জেলা প্রশাসক এনামুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক
নতুন জেলা প্রশাসক এনামুল করিম । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সারা দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার, যার মধ্যে সিলেট বিভাগের ৩টি জেলা অন্তর্ভুক্ত। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সিলেট জেলার নতুন ডিসি হিসেবে পি. কে. এম. এনামুল করিম, হবিগঞ্জের ডিসি ড. মো. ফরিদুর রহমান, এবং মৌলভীবাজারের ডিসি হিসেবে মো. ইসরাইল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এনামুল করিম ও ফরিদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন, আর ইসরাইল হোসেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরৗ পড়ুন : সিলেটে রা’স্তার পা’শে বস্তাবন্দী পা উদ্ধা’র, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

এর আগে, ২০ আগস্ট এসব জেলার পূর্বের ডিসিদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা এবং গোপালগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহারের কথা বলা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, এবং চাঁদপুরের ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত