Search
Close this search box.

সিলেটে রা’স্তার পা’শে বস্তাবন্দী পা উদ্ধা’র, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সিলেট এয়ারপোর্ট থানার মালনীছড়া চা বাগান এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী একটি পা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্ত করার পাশাপাশি শরীরের অন্য কোনো অংশ সেখানে রয়েছে কি না, তা নিয়ে কাজ করছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত পাটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মালনীছড়া চা বাগান এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এটি একজন পুরুষের বাম পা, যার আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। ধারণা করা হচ্ছে, এটি কোনো শ্রমিকের পা, এবং পায়ে পুরনো আঘাতের চিহ্ন রয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পা-টির পরিচয় শনাক্তে প্রচেষ্টা চলছে এবং ধারণা করা হচ্ছে এটি অন্য কোথাও কেটে এখানে ফেলে দেওয়া হয়েছে। সিলেট মহানগর ও জেলার সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে এবং অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত