Search
Close this search box.

প্রধান নির্বাচন কমিশনার আউয়ালসহ পাঁচ কমিশনারের পদত্যাগ

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী আউয়ালসহ ৫ কমিশন। ছবি: সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় সংবাদ ডেস্ক:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল এই পদত্যাগের ঘোষণা দেন।

কমিশনের বাকি চার সদস্য যারা পদত্যাগ করেছেন তারা হলেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান। 

আরও পড়ুর :: সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা 

সংবাদ সম্মেলন শেষে নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া এই কমিশনের অধীনে আরও বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচন সম্পন্ন হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত