Search
Close this search box.

শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈ’ঠকে বসবেন ড. ইউনূস

রাজনৈতিক দলগুলোর সাথে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মতবিনিয় সভা আগামী শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হ’বে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষটি জানিয়েছেন । জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতি, সংস্কার, এবং আসন্ন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

আগের বৈঠকের মতো এবারও আওয়ামী লীগ ও তাদের জোটের কোনো দল বৈঠকে উপস্থিত থাকবে না বলে সুত্র নিশ্চিত করেছে ।

আরও পড়ুন :: আওমীলীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশ’ত্যাগে নিষেধাজ্ঞা

এদিকে, বৃহস্পতিবার সোয়া এক ঘণ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে বৈঠক করেন সোয়া এক ঘণ্টা । যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।

বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা তাদের আলোচনার জন্য ডেকেছিলেন এবং প্রায় সোয়া এক ঘণ্টার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে, মির্জা ফখরুল বলেন, “আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। তারিখ নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ওপর।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত