জাতীয় ডেস্ক:: কালো টাকা সাদা করা’র বিধান ব’ন্ধের সিদ্ধান্ত নিয়ে’ছে অন্তর্বর্তী সরকারে’র উপদেষ্টা পরিষদ। এ সংক্রান্ত সকল নিয়ম-কানুন বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রমও কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও হজের খরচ যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়টিও উঠে আসে।
আরও পড়ুন :: জামায়াত-শিবির নিষিদ্ধে’র আদেশ বাতি’ল
সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ।