Search
Close this search box.

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

ডা. দীপু মনি গ্রেপ্তার
ডা. দীপু মনি । ছবি : সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৯ আগস্ট) বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

সুত্রে জানা গেছে, চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেছে।

ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন :: হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মা’ম’লা

এর আগে ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১,২০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১৮ জুলাই রাত ৮টায় ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর নির্দেশে প্রায় ১ হাজার থেকে ১২শত লোক দেশীয় অস্ত্র নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত