Search
Close this search box.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ
Facebook
Twitter
WhatsApp

সিলেট সংবাদ:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের চাপে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্টরা।

১৫ আগস্ট, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ‌‌’গত ১৪-০৮-২০২৪ তারিখে ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি কোনো রাজনৈতিক সংগঠন বা এর কার্যক্রমের সাথে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন ::: সিলেটে সড়কে ট্রাফিক পুলিশ কবে ফি’র’ছে?

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীরা তাদের অন্যান্য দাবিও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান, যার মধ্যে রয়েছে ভিসির পদত্যাগ, ছাত্রলীগের হামলার বিচার, ক্যাম্পাস পুনরায় খোলা এবং ছাত্রসংসদ চালু করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিকৃবি সমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, “আমাদের দাবির ভিত্তিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের সিদ্ধান্ত ডিন কাউন্সিলের সভায় পাশ হয়েছে। আমরা চাই অন্যান্য দাবিগুলিও দ্রুত বাস্তবায়ন হবে, এবং যতদিন না সেগুলো আদায় হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত