বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাসনা বেগমের দা’য়ে’র করা মামলায় আদালত থেকে জা’মি’ন পেয়েছেন পৌর মেয়র মুহিবুর রহমান।
সোমবার (২৯ এপ্রিল) সি’লে’টে’র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে জামিন আবেদন করলে আদালত মেয়র মুহিবুর রহমানের জামিন প্র’দা’ন করেন। এর আগে একই মা’ম’লা’য় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একই আদালত থেকে পৌরসভার কাউন্সিলর ফজর আলী, বারাম উদ্দিন, পৌরসভার প’রি’চ্ছ’ন্ন’তা কর্মী ও উদ্যোক্তা সুরমান আলীসহ মামলার এজাহারভুক্ত ৭ অভিযুক্ত জামিন পেয়েছেন ।
বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের জামিন পাওয়ার বি’ষ’য়’টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সুমন পারভেজ।
উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) বিশ্বনাথ থানায় পৌ’র’স’ভা’র সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাসনা বেগম বাদী হয়ে মেয়র মুহিবুর রহমানকে প্রধান অ’ভি’যু’ক্ত করে ৮ জনের নাম উল্লেখ করে ‘মা’র’ধ’র, শ্লীলতাহানী ও মেয়রের নির্দেশে গাড়ি দিয়ে প্রা’ণে হত্যা’র চেষ্টার অ’ভি’যো’গে বিশ্বনাথ থানায় একটি মামলা দা’য়ে’র করেন যার নং ৫ । মামলায় আরোও ৪/৫ জ’ন’কে অজ্ঞাতনামা অভিযুক্ত রাখা হয়।