বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়রের গাড়ী চাপায় হত্যা চেষ্টার অভিযোগে নারী কাউন্সিলরের দায়ের করা মা’ম’লা’য় ৮ জনের মধ্যে দুই কাউন্সির’সহ ৭ জনকে জা’মি’ন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে জা’মি’ন আবেদন করলে আদালত তা’দে’র জামিন মঞ্জুর করেন। তবে মামলার প্রধান অভিযুক্ত মে’য়’র মুহিবুর রহমান আদালতে জামিন আবেদন করেন নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুমন পারভেজ ।
জামিন পেলেন যারা, পৌরসভার কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর বারাম উদ্দিন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও উদ্যোক্তা সুরমান আলী, দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের মৃত তবারক আলীর পুত্র আনোয়ার আলী, রহমাননগর গ্রামের শমসের আলীর পুত্র মেয়রের গাড়ী চালক হেলাল মিয়া ও জানাইয়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুস শহিদ।
গত বুধবার বিশ্বনাথ থানায় পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগম বা’দী হয়ে মেয়র মুহিবুর রহমান’সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলা নং ৫ (তাং ২৪.০৪.২৪ইং)। মামলায় অজ্ঞাতনামা অভিযুক্ত রাখা হয় আরোও ৪/৫ জ’ন’কে ।