Search
Close this search box.

বিশ্বনাথের সরকারি পুকুরে রিহান-রুহানের সলিল স’মা’ধি

সলিল স'মা'ধি
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ ভবনের পেছনের সরকারি পুকুরের পানিতে ডু’বে মৃ ত্যু হয়েছে রিহান আহমদ ইয়াসিন ও ইউসুফ রুহান নামে দুই শিশুর। রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ম র্মা ন্তিক এই ঘ’ট’না’টি ঘ’টে।

রিহান নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে এবং রুহান একই গ্রামের টিটন মিয়ার ছেলে। দু’জনেই সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জানা গেছে, রিহান ও রুহান পরিবারের সাথে বিশ্বনাথ পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের চানশিরকাপন গ্রামের একটি কলোনীতে থাকতেন। দু’জনের পিতাই দিনমজুর।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল ৫টার দিকে ওই পুকুরে নামেন রিহান ও রুহান। ত’লি’য়ে যান দু’জনই। কিছু সময় পরে তাদের মৃ’ত’দে’হ ভেসে ওঠে। দ্রুত উ’দ্ধা’র করে রিহান ও রুহানকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ’ত ঘোষণা করেন।

ঘ’ট’না’র সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত