নিজস্ব প্রবিবেদক::: বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী রুহেল মিয়া। রোববার (৭ এপ্রিল) রাতে পৌর শহরের পুরাণ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসী রুহেল মিয়া বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সুনাম শুধু দেশে নয়, বিশ্ব জুড়ে রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আর্ত্ম-সামাজিক উন্নয়নে কাজ করে প্রবাসীদের মন জয় করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যাপক সুনাম অর্জনে, আমরা গর্ব করি। ওই প্রেসক্লাবের সাংবাদিকেরা বৃটেনের মতো জায়গায়ও সাংবাদিকতা করে বিশ্বনাথের মুখ উজ্জ্বল করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। সভার শুরুতে কোনআন তেলায়াত করেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব অ্যান্ড একাডেমির সদস্য আব্দুস সালাম মুন্না, সংগঠক শাহনুর আহমদ জয়দু, গৌছ উদ্দিন, লাকী আহমেদ, কামরুল ইসলাম, সংবাদকর্মী সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ।